সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪১ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হার দিয়ে শুরু বাংলাদেশের যুব এশিয়া কাপ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

ডেস্ক রিপোর্ট
বড়দের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এবারের আসরে স্বাগতিক দল বাংলাদেশই। আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে আজ শনিবার থেকে শুরু হয়েছে গ্রুপ পর্বের খেলা।

‘এ’ গ্রুপে আছে আফগানিস্তান, ভারত, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

গতকাল শনিবার সকালে দুই গ্রুপের মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলেছে সবকটা দলই।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই উদ্বোধন হয় এবারের আসরের।

এদিন লঙ্কানরা টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এগারো অভিষিক্তকে নিয়ে খেলতে নামে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে এসেছে বাংলাদেশের যুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক তৌহিদ রনি। এছাড়াও ২৪ রান করেন ওপেনার তানজিদ হাসান।

লঙ্কান বোলারদের তোপের মুখে ৪৬.৪ ওভারেই সব উইকেট হারিয়ে মোট রান হয় ১৪১।

এই লক্ষ্য টপকাতে লঙ্কানদের হারাতে হয় মাত্র ৪ উইকেট। খেলতে হয় ৩৭.৫ ওভার। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন শরিফুল ইসলাম ও ১টি উইকেট মৃত্যুঞ্জয় চৌধুরী।

‘বি’ গ্রুপের আরেক ম্যাচে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হংকংয়ের দেয়া ৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের জয় পায় পাকিস্তান।

‘এ’ গ্রুপে দুটি ম্যাচই অনুষ্ঠিত হয় সাভারের বিকেএসপিতে তিন ও চার নম্বর মাঠে।

চার নম্বর মাঠে প্রথমে ব্যাট করে ১৪০ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। এই লক্ষ্য তাড়া করতে আফগান যুবাদের খেলতে হয় মাত্র ২৭ ওভার। ৫ উইকেটের জয় পায় তারা। তিন নম্বর মাঠে শক্তিশালী ভারতের কাছে ১৭১ রানে হারে নেপাল। ভারত প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ১৩৩ রানেই গুটিয়ে যায় নেপাল।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One response to “হার দিয়ে শুরু বাংলাদেশের যুব এশিয়া কাপ”

  1. exquisite article liked for elaborating 🥰

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 Onenews24bd.Com
Site design by Le Joe
%d bloggers like this: