কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে ৩-০ গোলে বড় জয় পেয়েছে সচেতন স্পোর্টিং ক্লাব।
রোববার (১৮ মার্চ) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে নক আউট পর্বের খেলা এবারের আসরের সবচেয়ে জমজমাটপূর্ণ ম্যাচ হিসেবে অভিহিত হয়েছে। শুরু থেকেই দুপক্ষ একের পর এক আক্রমণাত্বক খেলা উপহার দেয়। খেলা দেখতে আসা ভক্ত-সমর্থকরা তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে। কারণ ইতিপূর্বে কোয়ার্টার ফাইনালের প্রথম দুই ম্যাচ গোল শূন্য ড্র হয়ে ট্রাইব্রেকারে ফলাফল নিশ্চিত হয়।
নক আউট পর্বের তৃতীয় ম্যাচের প্রথমার্ধে মার্শাল আর্ট এসোসিয়েশন একাধিক সহজ গোলের সুযোগ মিস করলেও অতিরিক্ত সময়ে হিরা’র করা গোলে লিড নেয় সচেতন স্পোর্টির ক্লাব। দ্বিতীয়ার্ধে খেলার দখল চলে যায় সচেতনের কাছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ৫৫ ও ৬৩ মিনিটে জোড়া গোল করে জয় নিশ্চিত করে সচেতন স্পোটিং ক্লাবের আক্রমণভাগের খেলোয়াড় হালিম।
তবে জার্সি খুলে গোল উৎযাপন করতে গিয়ে হলুদ কার্ডের কবলে পড়ে হালিম। এছাড়াও সচেতন স্পোটিং ক্লাবের একাধিক খেলোয়ার মোট পাঁচটি হলুদ কার্ড পায়। প্রতি পক্ষের দল পায় একটি।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ২:৩০ ঘটিকায় সুপার এইট পর্বের শেষ ম্যাচে অংশগ্রহণ করবে বয়লা স্পোর্টিং ক্লাব ও বত্রিশ ক্রীড়া চক্র। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে সেমি ফাইনালের লড়াই।
উল্লেখ্য, গত মাসের ২২ ফেব্রুয়ারি জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের উদ্বোধন করা হয়।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আওলাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।
লীগে চারটি গ্রুপে মোট ১৪ টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো এ.বি. ফ্যাশান ক্রীড়া চক্র, এস.বি স্পোটিং ক্লাব, চমক স্পোটিং ক্লাব, আমরা সবুজ শারীর চর্চা কেন্দ্র, বত্রিশ ক্রীড়া চক্র, বত্রিশ জুনিয়র ক্লাব, তারুণ ক্রীড়া চমক, ঈশাখা স্পোটিং ক্লাব, সচেতন স্পোটিং ক্লাব, বয়লা স্পোটিং ক্লাব, মার্শাল আর্ট এসোসিয়েশন, আব্দুল বারীক ফুটবল একাডেমী, ইছামদ্দিন স্পোটিং ক্লাব, প্রভাতী সংসদ।
Leave a Reply