সমাজ সেবায় ভালো কাজের পুরস্কার ও সফল চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির পক্ষ থেকে ‘হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান করা হয়েছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক’কে।
একটি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এই সন্মাননা দেয়া হয়।
সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন এবং স্বাগত বক্তব্য রাখেন সারল্যের কবি শাহ আলম চুন্নু।
বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক উপজেলার ধলা ইউনিয় পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ব্যতিক্রমী একের পর এক জনকল্যানমুখী কাজ করে প্রশংসায় ভাসছেন। তারই স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ডের ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহারের বড় ছেলে আফরোজ আলম ঝিনুক বিগত ২০২২ সালের ৫ জানুয়ারি প্রথম বারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করে ৩নং ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ও পরে তিনি এলাকার মানুষের কল্যাণে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন।
.
হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড ২০২৩ পাওয়ায় ইউপি চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক বলেন, এ সম্মান পুরো ইউনিয়নবাসীর সম্মান। সকলের সহযোগিতায় ইউনিয়নবাসীর সেবা করতে চাই।
Leave a Reply