হোসেনপুর সংবাদদাতা :
কিশোরগঞ্জ হোসেনপুরে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়ছে। জানা যায়, আজ সোমবার সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কে মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী মোটর সাইকেলে ধাক্কা দিলে বিপরীতগামী চলন্ত অটো রিক্সার চাকায় পৃষ্ঠ হয়ে বারিছা বেগম (৫৫) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কিশোরগঞ্জ আধুনকি সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে উপজেলার পূর্ব দিপেশ্বর গ্রামের মোঃ কালাম মিয়ার স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply