সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর
কিশোরগঞ্জের হোসেনপুরে এক ভযাবহ অগ্নিকান্ডে নগদ টাকা, চাল,ডাল ,আটা,ময়দা কেরোসিনের ড্রাম,সয়োবিন তেলের ড্রাম,কাপড়,তুলা,নিত্যপণ্য, গ্যাস সিলিন্ডার, ইলেক্টিক সামগ্রী ও আসবারপত্রসহ ১২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে উপজেলার পুমদি ইউনিয়নের জগদল বাজারে মো. সুজন মিয়ার মোদি দোকান থেকে আকর্ষিক ভাবে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কাশেমের মোদি দোকান,সেলিম ভান্ডারীর ডেকোরেটর দোকান,পারভেজ মিয়ার মোদি দোকান,রিয়াজ উদ্দিনের ফলের দোকান, হান্নার ভ’ইয়ার ওষুদের দোকান,মহি উদ্দিনের ষ্টেশনারি দোকান, আব্দুল আজিজের চালের দোকান, হাবিবুর রহমানের কাপড়ের দোকান,আব্দুল রশিদের মোদি দোকান, হুমায়ুনের কাপড়ের দোকান, সুমন মিয়ার কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এবং এলাকাবাসী দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
খবর পেয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আরাফাতুল ইসলাম অগ্নিকান্ডেরস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে তাৎক্ষনিক ভাবে জনপ্রতি ২বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা বিতরণ করেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ,পুমদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, দূর্যোগ প্রশমন কর্মকর্তা দীলিপ দে উপস্থিত ছিলেন।
Leave a Reply