হোসেনপুর প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসের শুরুতেই সরকারি,বেসরকারি, স্বায়ত্বশাসিত,ব্যক্তি মালিকাধীন ভবনসমূহ ও দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি সর্বস্তরের জনতার অংশগ্রহণে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা,হোসেনপুর মডেল প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পরে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটরিয়ামে দিবসটির তাৎপর্য তোলে ধরে আলোচনাসভায় ও চিত্রাঙ্কন, রচনা ও বির্তক প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply