হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বিবাহিত আপন বোনকে মারপিট করে স্বর্ণালংকার ছিনতাই ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ভাইয়ের বিরুদ্ধে ভুক্তভোগী আপন বোন থানায় লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
অভিযোগ পত্র ও অন্যান্য সূত্রে জানা গেছে,গত ২০ বছর আগে উপজেলার চরপুমদী গ্রামের আব্দুর রশিদের মেয়ে মোছাঃ হাসনা আক্তার লিমার সাথে উপজেলার টান সিদলা গ্রামের এসকে শাহীন নবাবের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের দীর্ঘদিন পেরিয়ে গেলেও হঠাৎ গত কয়েকদিন আগে লিমার আপন ভাই হযরত আলী কৌশলে এবং জোরপূর্বক ভাবে লিমার স্বর্ণের কানের ফুল ছিনতাই করে বিক্রি করে দেয়।এ ঘটনায় লিমা প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে ভুক্তভোগী মোছাঃ হাসনা আক্তার লিমা জানান, আমার পিতার রেখে যাওয়া সম্পত্তি আমার আপন ভাই হযরত আলী (৬০), মোঃ মজিদ (৫০) ও নাজির মিয়া (৪০) জোরপূর্বক ভাবে দখল করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বছরের ৩ আগষ্ট আমি পৈতৃক সম্পত্তির আমার প্রাপ্য অংশ দাবি করলে তারা সম্মিলিত ভাবে খারাপ আচরণ করে এবং আমার স্বামী এসকে শাহীন নবাবকে খুন করার হুমকি প্রদান করে।
এছাড়া গ্রামের পরধানী নরু মিয়া মাষ্টার আমাকে হুমকি দিয়ে বলেন,এই এলাকার কোনো মেয়ে ওয়ারিশ নিতে হলে আমাকে মোটা অংকের চাঁদা দিতে হবে। অন্যথায় আমার স্বামীকে খুনসহ হামলা ও মামলার হুমকি প্রদান করেন তিনি। লিমা আরো জানান, ফুল মিয়া মাষ্টার খুবই খারাপ প্রকৃতির লোক। সে প্রায়ই স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। ওই বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানানোর পর তিনি মিমাংশার উদ্যোগ নিলেও আমার ভাইয়েরা তা মানতে রাজি হননি। এরপর ইউপি সদস্য আমাকে জানান যে, তুমার ভাইয়েরা খুবই খারাপ প্রকৃতির মানুষ। তুমারা আইনগত ব্যবস্থা গ্রহণ করিলে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
Leave a Reply