কিশোরগঞ্জ প্রতিনিধি :
হোসেনপুরে আলমগীর হত্যার প্রকৃত খুনীদের বিচারের দাবিতে পুনরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ডাংরী গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার বাদী ও নিহতের বাবা শহিদুল ইসলাম, চাচা ইমরান হোসেন ও মেয়ে তানিয়া।
বক্তারা বলেন, মামলার তদন্তকারী অফিসার অর্থের বিনিময়ে প্রকৃত আসামীদের ছেড়ে দিয়ে নিরীহ মানুষের নাম দিয়ে মামলার রিপোর্ট জমা দিয়েছেন। মামলাটি পুনরায় তদন্ত করে রিপোর্ট প্রদান করার জন্য।দাবি উঠে। প্রকৃত আসামীরা নিরীহ পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকী দিচ্ছে। বর্তমানে পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে।
মানববন্ধনে পরিবারের লোকজন, আত্মীয় স্বজনসহ এলাকাবাসী অংশ হ্রহণ করেন।
উল্লেখ্য গত ৬ আগস্ট ২০১৮ তারিখে উপজেলার ডাংরী গ্রামের লোকমানের ছেলে রাজন মিয়ার নিকট পাওনা টাকা চাইতে গিয়ে প্রকাশ্য দিবা লোকে খুন হয় আলমগীর। এ ঘটনায় নিহতের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে হোসেনপুর থানায় ১৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
Leave a Reply