কিশোরগঞ্জের হোসেনপুরে করোনার উপসর্গ নিয়ে হৃদয় মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ থাকায় স্বাস্থ্য বিধি অনুসরণ করে আজ শনিবার (৩০ মে) সকাল ১১টায় বৃষ্টি উপেক্ষা করে মরহুমের নিজ বাড়ি দক্ষিণ পুমদি গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া হৃদয় মিয়া উপজেলার গোলপুকুর পাড় দৈয়দুন্নেছা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র ও দক্ষিণ পুমদি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
হোসেনপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম এ জানাযা ও দাফন কাজ সম্পন্ন করেছেন । এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, উপজেলার ইসলামী ফাউন্ডেশান কর্মকর্তা জনাব খাইরুল ইসলাম, হোসেনপুর থানার এস আই এম এ মতিন, মো: কামরুল ইসলাম প্রমূখ।
জানাযায়, গত শুক্রবার (২৯ মে) বিকেলে তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হোসেনপুর হাসপাতালে ভর্তি হয় ৷ অবস্থার অবনতি এবং করোনা উপসর্গ থাকায় সেখান থেকে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই সেখানে তার মৃত্যু হয়।
সিভিল সার্জন (কিশোরগঞ্জ) ডা. মো. মুজিবুর রহমান জানান, খুবই সংকটাপন্ন অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মৃত কিশোরের নমুনা পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।
Leave a Reply