কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েকদিন ধরে খাবারের সন্ধানে লোকালয়ে এসে এদিক সেদিক ছুটাছুটি করছে দুটি বানর। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।
গত সোমবার সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায় হোসেনপুর পৌর এলাকার দ্বিপেশহর, ঢেঁকিয়া ও আশপাশের বিভিন্ন বাসা বাড়িতে খাবারের জন্য বানর দুটি ঘুরে বেড়াচ্ছে। ধারনা করা হচ্ছে মধুপুর বনাঞ্চল কিংবা গাজীপুর থেকে আনারস কিংবা কলা পরিবহনের ট্রাকে করে ক্ষুধার্ত বানরগুলো খাবারের সন্ধানে হোসেনপুরে এসেছে। স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আহমেদসহ অনেকেই জানান, বানরের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় জনগণ।
খাবার না পেয়ে এ কলেজের অনেক গুলো চেয়ার নষ্ট করেছে বানর দুটি। তারা সুবিধামত জায়গায় নেমে খাবারের সন্ধান করে। প্রতিনিয়তই লোকালয়ে এসে অভুক্ত ওই বানরটি টিনের চালের ওপর দিয়ে লাফিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার বাড়ির ছাদে উঠলে খাবারও দিচ্ছে। তবে অনেকের মাঝে আবার ভীতিও বিরাজ করছে। মূলত গত কয়েক দিন ধরে বানর দুটি দেখা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। খাবার না পেয়ে হয়তো বনের ভিতর থেকে চলে এসেছে বানর দুটি।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন জানান, বানর দুটির বিষয়ে বনবিভাগের লোকজন প্রয়োজনীয় উদ্যোগ নিবেন। এক্ষেত্রে প্রাণিসম্পদ অফিসের করার কিছু নেই। তবে যদি কোনো প্রাণী অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
Leave a Reply