হোসেনপুর সংবাদদাতা :
কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের উদ্যোগে পৗর এলাকা ও গ্রাম-গঞ্জে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের চাহিদা মাফিক বৈদ্যুতিক মিটার সংযোগসহ অন্যান্য সেবা পৌঁছে দিচ্ছে আলো ফেরিওয়ালারা। এ উপলক্ষে গতকাল বুধবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে আলো ফেরিওযালা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, এজিএম (সংযোগ) মো.শহিদুল ইসলাম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল প্রমূখ।
এ ব্যাপারে হোসেপুর পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০২টি গ্রামে আলো ফেরিওয়ালারা ভ্যান গাড়িতে করে বিদ্যুৎ সরমজাম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাৎক্ষনিক নতুন সংযোগ দিয়ে জনসাধারণকে উপকৃত করা হচ্ছে। এতে গ্রাহককে সেবা পেতে কোন দালাল বা বাড়তি টাকা খরচে প্রয়োজন পড়বে না। এ কার্যক্রমে নিযুক্ত রয়েছেন একজন ওয়ারিং পরিদর্শক, দু’জন লাইনম্যান ও দু’জন ওয়াইরিংম্যান ।
Leave a Reply