প্রথম ধাপে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচন শান্তি পূর্নভাবে অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণের পরই গণনা শুরু হয়। গণনা শেষে রাত ১০ ঘটিকার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল ও সহকারী রিটার্নিং উপজেলা নির্বাসন অফিসার উত্তম কুমার দাস তাৎক্ষণিক ফলাফল ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল (আনারস প্রতীক) তিনি পেয়েছেন ২৩ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ২৮৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. আল আমিন অপু (টিউবওয়েল প্রতীক) তিনি পেয়েছেন ৩৭ হাজার ৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফি উদ্দিন সরকার বাচ্চু (চশমা প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৯১২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ছাবিয়া পারভীন জেনি (কলস প্রতীক) তিনি পেয়েছেন ৪৯ হাজার ৫২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা আক্তার (হাঁস প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৯৪০ ভোট।
.
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর পর তাদের কর্মী সমর্থক ভোটাররা আনন্দ মিছিল ও আতশবাজির উল্লাসে মেতে ওঠেন।
Leave a Reply