সঞ্জিত চন্দ্র শীল :
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলাধীন জিনারী ইউনিয়নের হলিমা গ্রামের জমি সংক্রান্ত বিষয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। ঘটনার বিবরণে সরেজমিনে গিয়ে জানা যায়, গত ২৩ জানুয়ারী দুপুরে অসহায় দিনমুজুর মোফাজ্জল হোসেন এর বাড়িঘরে হামলা চালিয়ে মারপিট করে একই পরিবারের ৭ জনকে গুরুতর রক্তাক্ত জখম করে। আহতরা হলেন, সুফিয়া খাতুন, তোফাজ্জল হোসেন, খাদিজা, এরশাদ, মঞ্জিলা খতুন, ফুলজান ও মেহের বানু। আহতদের মধ্যে ৫ জনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত তোফাজ্জল ও সুফিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মোফাজ্জল হোসেন হোসেনপুর থানায় সবুজ মিয়া, রুবেল মিয়া, রতন মিয়া, আঃ ছালাম, শিমুল মিয়া, নাছির উদ্দিন, হারুন অর রশিদকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
Leave a Reply