কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের চরাঞ্চলে জুয়াখেলার একটি বড় আসরে পুলিশ অভিযান চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ সময় জুয়ারিদের ব্যবহৃত সিএনজি, মোটরসাইকেল, জুয়াখেলায় ব্যবহৃত গেইম বোর্ড, টেবিল, চেয়ার, তাস, সামিয়ানাসহ অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়েছে।
জানা যায়, গত শনিবার (৩০ মার্চ) বিকালে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর ভাটিপাড়া এলাকায় হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ চরাঞ্চলে অভিযান চালিয়ে জুয়ারীদের ব্যবহৃত ০৪ টি সিএনজি, ০৪ টি মোটরসাইকেল এবং জুয়ার সরঞ্জামাদি হিসেবে ব্যবহৃত বোর্ড, টেবিল, চেয়ার, তাস, সামিয়ানাসহ অন্যান্য সামগ্রী জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে একরকম স্বস্তি ফিরে এসেছে।
এ ব্যাপারে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুজন চন্দ্র সরকার জানান, অভিযান চালিয়ে জুয়ারীদের ব্যবহৃত মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য মালামাল মালামাল জব্দ করা হয়েছে। তবে সেখানে পৌঁছার আগেই তারা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply