কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাকচাপায় তিন বছরের শিশু তুহিন মিয়া নিহতের ঘটনায় ট্রাকচালক আরিফুল ইসলাম (২৮) ও তার সহযোগী মো. জসিম উদ্দিন (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে তথ্য প্রযু্ক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে উপজেলার চরপুমদি এলাকা থেকে আরিফুল ইসলামকে ও মঙ্গলবার সকালে রামপুর এলাকা থেকে মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। ট্রাক চালক আরিফুল ইসলাম সদর উপজেলার নুহার দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ও তার সহযোগী জসিম একই উপজেলার ব্রাহ্মনকান্দি এলাকার বাসিন্দা।
জানা যায়, গত ৭ জুলাই সকালে উপজেলার ফায়ার স্টেশনের সামনে ট্রাকচাপায় পাশ্ববর্তী গফরগাও উপজেলার গাভীশিমুল গ্রামের শিশু তুহিন মিয়া নিহত হয়। এ ঘটনায় ঘাতক চালক আরিফুল ও তার সহযোগী জসিম পালিয়ে যায়। পরে,এ ঘটনায় হোসেনপুর থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
Leave a Reply