“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে তিন দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ -১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নুর লিপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নুর লিপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে প্রত্যন্ত এলাকার যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, তথ্য প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন স্তরে ব্যাপক উন্নয়ন সংগঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী চলতি অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার বিভাগে অনেক বরাদ্দ দিয়েছে। এটি বাস্তবায়ন হলে স্থানীয় সরকার বিভাগের সক্ষমতা বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন,স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত হোসেনপুরের এ উন্নয়ন মেলায় সবাইকে অংশ গ্রহণ করে জন সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। স্থানীয় সরকার লোকজনকে কিভাবে সেবা দিচ্ছে সেটা তুলে ধরতে হবে। স্থানীয় সরকারের এই উন্নয়ন মেলার ফলে তারা আরো দায়বদ্ধ হবে। এই মেলার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। বর্তমানে স্থানীয় সরকার জনগণের একদম কাছে গিয়ে সেবা প্রদান করে থাকে। স্থানীয় সরকার যতো শক্তিশালী হবে দেশের উন্নয়ন ততোই দ্রুত হবে।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, মহিলা ভাইস-চেয়ারম্যান রওশনারা রুনো, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ মাহবুবুল হক, সাধারণ সম্পাদক এম এ আলিম, ডাঃ তানভীর হাসান জিকো, ডাঃ উজ্জ্বল হোসাইন, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা সৈয়দ আশফাকুল ইসলাম নাটু, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান টিটু, শ্রমীক লীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম তাজ, সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া ও মোঃ বাদল মিয়া প্রমুখ।
.
এ সময় স্থানীয় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথিসহ সবাই মিলে সাদা কবুতর ও বেলুন উড়িয়ে ওই উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথিসহ সংশ্লিষ্টরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
Leave a Reply