নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সংশ্লিষ্ঠরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবাগত ইউএনও’র পক্ষ থেকে আগত সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন কর্মসুচি বাস্তবায়নের সকলের সহযোগীতা কামনা করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, হোসেনপুর সার্কেলের এএসপি মোঃ সোনাহর আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রৌশন আরা, অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জাবের, পৌর আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ, যুবলীগের সাবেক সভাপতি এমএ হালিম, সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ খুরশিদ উদ্দিন,মডেল প্রেসক্লাবে সভাপতি এস এম তারেক নেওয়াজ, আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোছলেহ উদ্দিন, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী অসমা বেগম, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল প্রমূখ।
উল্লেখ্য, বিসিএস ৩১তম ব্যাচের ওই কর্মকর্তা ইতঃপূর্বে বিয়াম ফাউন্ডেশনের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
Leave a Reply