নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জের হোসেনপুরে নরসুন্দা নদীর নব্যতা ও প্রবাহ ফিরিয়ে আনা ও কাউনা বাঁধ খুলে দেওয়াসহ ৫ দফা দাবীতে মানববন্ধন শেষে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কিশোরগঞ্জ ও পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ।
এ উপলক্ষে গতকাল রোববার (৪ আগষ্ট) সকালে উপজেলার কুড়িঘাট বধ্যভূমি সংলগ্ন হোসেনপুর-ঢাকা মহাসড়কে শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কিশোরগঞ্জ ও পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) নেতৃবৃন্দসহ সর্বস্থরের জনগন এ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করে। সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- পরিবেশ রক্ষা মঞ্চের (পরম) আহবায়ক অধ্যক্ষ শরীফ সাদী, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপ) সহ-সভাপতি ও কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মাসুদ আল মামুন খান, হোসেনপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, হোসেনপুর সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ লুৎফুর রহমান মানিক, হোসেনপুর সরকারী কলেজের সাবেক প্রভাষক এবিএম সিদ্দিক চঞ্চল, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ প্রমূখ।
বক্তারা অবিলম্বে নরসুন্দা নদীর নব্যতা ও প্রবাহ ফিরিয়ে আনা ও কাউনা বাঁধ খুলে দেওয়াসহ ৫ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি ব্যক্ত করেন।
Leave a Reply