নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জের হোসেনপুরে নাগরিক সমাজ ও পপি’র উদ্যোগে স্কুল-কলেজের শিক্ষার্থীরা নারী-শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে এক প্রতিবাদী মানববন্ধন করেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সামনে শিক্ষার্থীরা তাদের হাতে নারী-শিশু ধর্ষণ সংক্রান্ত নানা সচেতনতামূলক বক্তব্য ব্যানার-ফেস্টুন নিয়ে প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেয়। নারী ও শিশু নিজ ঘরে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমন কি মাদ্রাসায়ও নিরাপদ নয়। অভিভাবক, নাগরিক সমাজ আজ আতংকিত, সংক্ষুদ্ধ । দেশের এমন পরিস্থিতিতে ন্যায় বিচারের স্বার্থে এ প্রতিবাদী মানববন্ধন থেকে সুনির্দিষ্ট ৭টি দাবী জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোছলেহ উদ্দিন, পপি’র প্রজেক্ট অফিসার সালমা পারভীন, মাঠ সহায়ক আবু বকর ছিদ্দিক খোকন, মিনা আক্তার, মাঠ স্বেচ্ছাসেবক শান্তি আক্তার, ইয়াছমিন ও বিউটি আক্তার প্রমূখ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যৌন হয়রানি, ধর্ষণ, গণধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যা বেড়ে চলেছে । গত ৩ মাসে (মে-জুলাই-২০১৯) কিশোরগঞ্জ জেলায় ধর্ষণের শিকার হয়েছে ১৪ জন, নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে ৪০ জন ।
Leave a Reply