কিশোরগঞ্জের হোসেনপুরে নেওয়াজ পাঠাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পৌর এলাকার হাসপাতাল মোড়ে পাঠাগারটির কার্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পাঠাগারের সভাপতি এস এম তারেক নেওয়াজের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ গণ-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চল, কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণ-গ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমিন, সিদলা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, কিশোরগঞ্জ জেলা পরিষদ এর সাবেক মহিলা সদস্য মোছাঃ নেন্সি আক্তার, হোসেনপুর মহিলা কলেজে অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সহ সভাপতি এম এ মতিন মাষ্টার, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, পাঠাগারের সাধারণ সম্পাদক মো. সাগর মিয়া, সাংবাদিক মোঃ কাদির মিয়া ও মোঃ সোহেল মিয়া, পাঠাগারের সদস্য মো: আসাদ মিয়া, আশরাফুল ইসলাম প্রমূখ।
প্রসঙ্গত, ২০২২ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
Like this:
Like Loading...
Related
Leave a Reply