নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জের হোসেনপুরে ‘‘নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ’’ পপি ecatto প্রকল্পের উপজেলা সহায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার (৩ আগষ্ট) সকালে হোসেনপুর পপি অফিস হলরুমে আয়োজিত সহায়ক কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন পপি ecatto প্রকল্পের উপজেলা প্রকল্প কর্মকর্তা মোছাঃ সালমা পারভীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পপি ecatto প্রকল্পের কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ ফরিদুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধান সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, পপি ecatto প্রকল্পের মাঠ সহায়ক আবু বক্কর ছিদ্দিক খোকন, মীনা আক্তার, শাহেদল ইউপি মেম্বার মোঃ রুবেল মিয়া প্রমূখ।
উল্লেখ্য, উপজেলা সহায়ক কমিটির পরিচিতি সভা মোছাঃ ডালিয়া আক্তার শিরিনকে সভাপতি ও আব্দুল্লাহ আল ফারুককে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
Leave a Reply