হোসেনপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে সারা দেশের ন্যায় আজ মঙ্গলবার সকালে হোসেনপুর সরকারী মডেল পাইলট স্কুল এন্ড কলেজ, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও হোসেনপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন ও বই উৎসব অনুষ্টানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ।
এ সময় বই উৎসব উদ্বোধনী অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ,উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মো.আসাদুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মো. সাদেকুর রহমান, হোসেনপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী অসমা বেগম , হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, সাংবাদিক সঞ্জীত চন্দ্র শীল, এস কে শাহীন নবাব, মো. জাকির হোসেন প্রমূখ।
এ সময় ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি মাদ্রাসা, ১০৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ন্টেন,সংযুক্ত বিদ্যালয়,আন-রেজিঃ বিদ্যালয়সহ ২০৬টি প্রতিষ্টানের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তোলে দেওয়া হয়।
Leave a Reply