হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১০ জুলাই) বিকেলে উপজেলার পরিষদ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।
বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াহিদুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাদেকুর রহমান প্রমূখ।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চর-হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (ছেলে দল) ও গড়বিশুদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (মেয়ে দল) বিজয়ী হয়েছেন।
প্রধান অতিথি মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের কাছ থেকে বিজয়ীদের হাতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ টফি তুলে দেওয়া হয়।
It’s working for your information??