নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢেকিয়া মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, অফিসার ইনচার্জ শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, যুবলীগের সভাপতি এম এ হালিম, সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম মুন্সি, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাদেকুর রহমান প্রমূখ। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় জিনারী ইউনিয়ন বিজয়ী হয়েছে। প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের কাছ থেকে বিজয়ীদের হাতে বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ টফি তুলে দেওয়া হয়।
Leave a Reply