হোসেনপুর সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে বর্ষা মওসুমে বজ্রপাত রোধে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্বাবধানে তালগাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহঃস্পতিবার (২২ নভেম্বর) সকালে ২০০টি তাল গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ। পরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাংরি-পানান গ্রামে রাস্তার দু’পাশে তালগাছের চারা রোপনে অংশগ্রহন করেন- উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা দীলিপ দে, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা কাঞ্চন, ইউপি সদস্য মোছাঃ মমতাজ বেগম, সমাজ সেবক মোঃ শফিকুল ইসলাম শফিক প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা দীলিপ দে জানান, বজ্রপাত রোধে এ কর্মসূচি পর্যায়ক্রমে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন রাস্তার পাশে ব্যাপক হারে তালগাছের চারা রোপন করা হবে।
Leave a Reply