সঞ্জিত চন্দ্র শীল :
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌরসভার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের বীরমুক্তিযোদ্ধা শামসুদ্দিন (শামু) বহুদিন দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গত ০১ ফেব্রুয়ারী শুক্রবার ৩টার দিকে নিজ বাড়ীতে ইন্তেকালন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বৎসর। মৃত্যুকালে ৪ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরে গত ০২ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সহ-সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, সাবেক কমান্ডার মোঃ আবদুস সালাম, সাবেক কমান্ডার আঃ রহিম, সাবেক কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সোহেল মিয়া, সাবেক কাউন্সিলর বাদল খন্দকার, বর্তমান কাউন্সিলর মাহবুবুর রহমান দুলু ও কাজল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply