কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রহিমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও রামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আহাম্মদ স্বপনের পিতা কাদির ভূঞা (৮২) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (১৫ মে) বিকেলে উপজেলার রহিমপুর গ্রামে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিন সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনঅবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ প্রমুখসহ বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক দলের নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাগণসহ নানা শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Like this:
Like Loading...
Related
Leave a Reply