হোসেনপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতা :
কিশোরগঞ্জের হোসেনপুরে খাদ্য বিভাগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ২২৮ মে: টন বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলার নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ বোরো ধান সংগ্রহ অভিযানের আনুষ্টানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম,সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক,পৌর আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আনোয়ার হোসেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ দে,ওসি এলএসডি মোছা: নাজমুন নাহার, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল,আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, উপজেলা খাদ্য পরিদর্শক মো: সাজ্জাত হোসেন প্রমূখ।
উল্লেখ্য, সরকারা নির্ধারিত ৩১ আগষ্ট পর্যন্ত প্রান্তিক কৃষকদের কাছ থেকে ২২৮ মে: টন ধান সংগ্রহ করবে স্থানীয় এলএসডি কতৃপক্ষ।
Leave a Reply