‘
শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ এ শ্লোগানকে সামনে রেখে
কিশোরগঞ্জের
হোসেনপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সা
মাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা এবং অসচ্চল প্রতিবন্ধীদের বহুল প্রচারের মাধ্যমে উন্মুক্ত পদ্ধতিতে বাছাই কার্যক্রম শেষে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১
পৌরসভায় ১৮৮৫ জন ভাতাভোগীদের হাতে ভাতার বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
.
এ উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ভাতা বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এহছানুল হক, আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ খুরশিদ উদ্দিন প্রমূখ।
Leave a Reply