হোসেনপুর সংবাদদাতা :
“বছরে বছরে ভূমি উন্নয়ন কর দিব, দেশের উন্নয়নে অংশ নিব।” এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১০ এপ্রিল) সকালে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে এসে শেষ হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষ। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মোহাম্মদ জাবের, উপজেলা সমাজসেবা অফিসার মো: খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ দে, সহকারী শিক্ষা অফিসার সাদেকুর রহমান, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল,সাংবাদিক মো: আজহারুল ইসলাম প্রমূখ।
এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply