কিশোরগঞ্জের হোসেনপুর সাত বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো: ইমাম হোসাইন নামের মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাওলানা মো: ইমাম হোসাইন উপজেলার মেছেড়া পশ্চিমপাড়া এলাকার মো: নাজিম উদ্দিনের ছেলে। তিনি মাধখলা জামে মসজিদের ইমাম ছিলেন।
বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মাধখলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে হোসেনপুর থানা পুলিশ।
জানা যায়, প্রতিদিনের মতো গত রোববার (২০ আগস্ট) সকাল ৬টার দিকে মাধখলা জামে মসজিদের মক্তবে আরবি পড়তে যায় ওই ভুক্তভোগী শিশু। পরে সকাল ৭টার দিকে শিশুটিকে ফুসলিয়ে মসজিদের বারান্দার রুমে নিয়ে ধর্ষণ চেষ্টা করে ওই মসজিদের ইমাম মাওলানা মো. ইমাম হোসাইন। শিশুটি চিৎকার করলে মো. ইমাম হোসাইন শিশুটির মুখ চেপে ধরে এবং ধর্ষণের চেষ্টার বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়-ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
এরপর মঙ্গলবার (২২ আগস্ট) সকালে আবারও ওই শিশুটি মসজিদের মক্তবে আরবি পড়তে গেলে ইমাম হোসাইন পুনরায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে এবং কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখান। পরে ভুক্তভোগী শিশুটি বাড়িতে গিয়ে ভয়ে কান্নাকাটি করতে থাকে এবং ঘটনাটি তার মাকে জানায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু এসব তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply