সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর
কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস-২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার প্রথম প্রহরে কুড়িঘাট কেন্দ্রিয় স্মৃতিসৌধে স্থানীয় প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠন, উপজেলা বিএনপি ও অংগ সংগঠন, হোসেনপুর পৌরসভা, হোসেনপুর মডেল প্রেসক্লাব, বিএনসিসি, রোভার স্কাউট, উপজেলা গ্রাম পুলিশসহ সরকারী-বেসরকারী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে সর্বস্তরের জনতার অংশ গ্রহনে এক বিশাল বিজয় র্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। সেখানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ,আনসার-ভিডিপি,কলেজ,স্কুল বয়েজ স্কাউট,গার্লস গাইড ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, সাবেক কৃষি ব্যাংকের পরিচালক কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ই নুরু মিয়া ,সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা পরিষদের সদস্য মো. মাসুদ আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম, আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন, যুব লীগের সাবেক সভাপতি এম এ হালিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্তাফিজুর রহমান মোবারিছ, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ প্রমুখ।
Leave a Reply