নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জের হোসেনপুরে ঐতিয্যবাহী সৈয়দপুর হাছানিয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ব্যাপক দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানের দাতা সদস্য মোঃ আব্দুল হক সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
এ উপলক্ষে আজ শনিবার সকালে হোসেনপুর মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোঃ আব্দুল হক লিখিত বক্তব্যে জানান, সৈয়দপুর হাছানিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবুল হোসাইন ভূইয়া দায়িত্ব পালনে অবহেলা, প্রতিষ্ঠানে নিয়মিত গড় হাজির, আর্থিক সুবিধার বিনিময়ে ভূয়া সনদপত্র প্রদানসহ ব্যাপক দূর্ণীতি ও অনিয়মের করে আসছে। ওইসব দূর্ণীতি ও অনিয়মের কারনে ইতঃপূর্বে ম্যনেজিং কমিটির সভায় তাহাকে সাময়িক বরখাস্ত করা হলেও ওই সুপার তার সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ হোসেনপুর, কিশোরগঞ্জ আদালতের মামলা দায়ের করেন। (মামলা নং-৮৭/১২) । মামলার মাধ্যমে সাময়িক বরখাস্ত আদেশ ওপর স্থিতাবস্থার আদেশ পেয়ে অদ্যবধি বহাল তবিয়তে তিনি দায়িত্ব পালন করে আসছে।
ওই সুপারের দূর্ণীতি ও অনিয়মের কারনে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সুপারের দেখবালের অভাবে মাদ্রাসা অনেক জমি একটি বিশেষ মহলে দখলে তাছাড়া, পড়ালেখার মান দিন দিন নিন্ম মানের হওয়ায় শিক্ষার্থীরা অন্যত্র চলে যাচ্ছেন। বর্তমানে ওই মাদ্রাসায় সব ক্লাস মিলিয়ে ৭০ জনের চেয়ে কম শিক্ষার্থী রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, অত্র এলাকায় মুসলিম ছাত্র-ছাত্রীদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে গত ২২/১১/১৯৭৯ সনে ওয়াকফে দলিল মূলে (দলিল নং-৫৮৫৮) আমার পিতা হাজী মোঃ হাসেন আলী ৩৮ শতাংশ জায়গা দান করেন। এবং দলিলে উল্লেখ আছে যে তিনি অত্র প্রতিষ্ঠানের মোতায়াল্লি থাকবেন। কিন্তু ওই সৈয়দপুর হাছানিয়া দাখিল মাদ্রাসার সুপার হিনস্বার্থ চরিতার্থ করতে প্রতিষ্ঠানের একাধিক মামলায় করে বহাল তবিয়তে দায়িত্বে আছেন। অপর দিকে উপজেলা নির্বাহী অফিসারকে ওই প্রতিষ্ঠানের সভাপতি করে ওই সুপার নিজে ফায়দা লুটে নিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান।
বিষয়টি যথাযথ কতৃপক্ষকে জানানোর পাশাপাশি সৈয়দপুর হাছানিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবুল হোসাইন ভূইয়া ব্যাপক দূর্ণীতি ও অনিয়মের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলনে জরুরি প্রতিকার দাবি করেছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর হাছানিয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য মোঃ আব্দুল হক, গন্যমান্য ব্যাক্তি ছাড়াও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল, আব্দুর রহমান, শফিকুল ইসলাম প্রমূখ।
Leave a Reply