কিশোরগঞ্জের হোসেনপুরে রাব্বী হত্যার বিচারের দাবীতে পৌর এলাকার নতুন বাজার মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে রাব্বী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- নিহত রাব্বীর বাবা আলাল বেপারী, মা লিপি আক্তার ও স্থানীয় ব্যবসায়ী আওলাদ হোসেন প্রমুখ।
জানা যায়, ১৪ আগষ্ট হোসেনপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা আলাল বেপারীর পুত্র রাব্বী (১৬) এর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ রাব্বীকে ছাগল চুরির অপবাদে স্থানীয় প্রতিপক্ষের লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এ ব্যাপারে রাব্বীর মা লিপি আক্তার গত ২৩ আগষ্ট ছেলে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে কিশোরগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply