সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে শিক্ষকের নির্যাতনে গুরুতর আহত স্কুল ছাত্রী ৮দিন হাসপাতালে ভর্তি! অভিযোগ পরিবারের

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কতৃক শারীরিক নির্যাতনে সোমা আক্তার (১০) নামের এক চতুর্থ শ্রেণীর ছাত্রী গুরুতর আহত হয়ে ৮দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া অভিযোগ পাওয়া গেছে। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দাখিল করে শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানাযায়, উপজেলার ১৬ নং হারেঞ্জা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গত ৪ ডিসেম্বর স্কুলের বারান্দায় কয়েকজন শিক্ষার্থী সাথে সোমা আক্তার জোরে কথা বলছিলো এসময় ওই স্কুলের সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান শিক্ষার্থীদের দমক দিয়ে হাতে থাকা ডাস্টার শিক্ষার্থীর ওপর ছুড়ে মারে। এ ঘটনায় সোমার আক্তার শরীরের বাম দিকে ছাটুনির নিচে মারাক্তক জখম হয়। আহত সোমা স্কুলের বারাদ্ধায় লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে।আশপাশের লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্খাজনক অবস্থায় সোমাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। ২দিন চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পমামর্শ দেন। পিতার আর্থিক অস্বচ্চলতার কারনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে সোমাকে কিশোরগঞ্জ মডিল্যাব প্রাঃ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আরো ৬দিন উন্নত চিকিৎসা শেষে স্কুল ছাত্রী সোমাকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসা হয়।

সরেজমিনে তথ্যনুসন্ধানে গিয়ে জানাযায়, ১৬ নং হারেঞ্জা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান সোমা ছাড়াও অতিথে আরো অনেক শিক্ষার্থীকে ওই শিক্ষক নির্মম ভাবে নির্যাতন করেছে তার চিত্র সাংবাদিকদের ক্যমেরায় ওঠে আসে। তাছাড়া, গত বছর একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আশরাফুল ইসলামকে কানে থাপ্পর মেরে নির্যাতন করে ওই শিক্ষক। পরে গোপনে বহু দেন দরবার করে বিষয়টি মিমাংশা করেন। অধ্যবদি ওই শিক্ষার্থী কানে কম শোনার অভিযোগ পাওয়া গেছে। হারেঞ্জা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামানের শিক্ষার্থীদের নির্যাতনের বিষয়টি জানা জানি হলে এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলে বিভিন্ন মহল থেকে ওই নিষ্টুর শিক্ষকের বিচারের দাবি ওঠে।

এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ সাদিকুর রহমান জানান, শিক্ষকের বিরোদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Site design by Le Joe