হোসেনপুর সংবাদদাতা :
কিশোরগঞ্জের হোসেনপুরে সংখ্যালঘু সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীলের পৈত্রিক জমি ও ভিটা দখল করে ঘর নির্মানের উদ্যোগ নিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। তাই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের পর গতকাল বৃহস্পতিবার সকালে হোসেনপুর মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল লিখিত বক্তব্যে জানান.উপজেলার শাহেদল ইউনিয়নের বীরপাইকশা মৌজার ৩১৫ খতিয়ানের ২৪১( নামা),৩৮৫ (বাশঁঝাড়) ও ৩৫৪ (ভিটা) দাগের মোট এক একর ৪২ শতাংশ ভুমি একই গ্রামের মৃত বাদুতুজার ছেলে বাবুল মিয়া ও সোহেল মিয়া গংরা পরিকল্পিতভাবে ওই সংখ্যালঘু সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল,নারায়ন চন্দ্র শীল,চন্দন চন্দ্র শীল ও রঞ্জন চন্দ্র শীলের নামে মাঠ পরচা ও নামজাজিরকৃত এক একর ৪২ শতাংশ পৈত্রিক জমি দখলে নিতে ইতঃমধ্যে ঘর নির্মানের উদ্দেশ্যে ইট, বালু, রট, সিমেন্টসহ বিভিন্ন নির্মান সামগ্রী ওই জায়গায় মজুত করছেন।বিষয়টি তাৎক্ষনিক ভাবে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গকে জানালেও আশানুরুপ প্রতিকার মেলেনি। তাই তিনি গত ১ জানুয়ারি হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর সংবাদ সম্মেলন করে জরুরি প্রতিকার চেয়েছেন।
এ সময় তার ভাই নারায়ন চন্দ্র শীল সাংবাদিকদের জানান, ওই ভূমি বিগত ৪৫ বছর ধরে আমারা চার ভাইয়ের দখলে আছে। অদ্যবধি জমি জমা খারিজের মাধ্যমে খাজনা পরিশোধ করে আসছি। অথচ ওই প্রভাবশালী মহলের লোকজন আমাদের ভিটে ছাড়া করতে সম্পূণ অন্যায় ভাবে আমাদের পৈত্রিক জমিতে অনধিকার প্রবেশ করে দখলে নিতে মরিয়া হয়ে ওঠেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, এম এ মতিন মাষ্ঠার , হাফিজুল হক, সিরাজুল ইসলাম মীর,এস কে শাহীন নবাব, মোঃ সোহেল মিয়া প্রমূখ।
এ ব্যাপারে অভিযুক্ত বাবুল মিয়ার গংদের সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন এটি তাদের বিরুদ্ধে একটি কুচক্রি মহলের ষড়যন্ত্রের অংশ ছাড়া কিছুই নয়।
তবে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরাফাতুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে, খুব দ্রুত সময়ে মধ্যে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।
Leave a Reply