নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জের হোসেনপুরের সীমান্তবর্তী দেওয়ানগঞ্জ বাজারে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাইদুল সরকার নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরো ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সকালে হোসেনপুরের সীমান্তবর্তী ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ বাজারে মোঃ মুক্তু মল্লিক গংরা পূর্ব শুত্রুতার জেরে বিপুল মেম্বার গংদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সাইদুল সরকার (৪৫), নাদিম মিয়া (১৫), জলিল মিয়া(৪০), পাবেল মিয়া (৩৫) হিমেল মিয়া, জুনায়েদ, সুলতাল, মুঞ্জ মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাইদুল সরকারকে মৃত ঘোষনা করেন এবং অন্যান্য আহতদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার এস আই আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply