কিশোরগঞ্জের হোসেনপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
আজ রবিবার (১০ জানুয়ারি) হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ভবনে আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করে স্কুল কতৃপক্ষ। সেখানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, বন্দী জীবন ও জেল হত্যা দিবসের নির্মম বর্ণনা দেন।
বক্তারা বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে, ১৯৭২ সালে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পর পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি, একাত্তরের ২৫ মার্চ শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার ও অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ( সাবেক) সভাপতি আব্দুর রহিম,হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এ এস এম জহির রায়হান, প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক বজলুর রহমান,আবুল কালাম, শফিকুল ইসলাম শফিক, হোসেনপুর মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল কাদির প্রমুখ।
Like this:
Like Loading...
Related
Leave a Reply