হোসেনপুর সংবাদদাতা :
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল (২১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: ওয়াহিদুজ্জামান। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম মবিন, উপজেলা নির্বাচন অফিসার মো: নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুর হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: সেলিনা সারোয়ার, যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, সিদলা ইউপি চেয়ারম্যান মো: সিরাজ উদ্দিন প্রমূখ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ লক্ষ ২৮ হাজার ৭১৩ টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র আগামী ২৩ এপ্রিল থেকে ১৬জুন পর্যন্ত বিতরণ করা হবে। এ ছাড়াও যাদের পুরাতন জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেছে তাঁদেরকে সোনালী ব্যাংক থেকে ৩৪৫ টাকার চালান ফরমের মাধ্যমে জমা দিয়ে আবেদন করতে হবে।
Leave a Reply