নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস টিমের অভিযানে হোসেনপুর উপজেলার সিদলা থেকে ২৪৩ পিস ইয়াবাসহ মো. আল-আমিন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. আল-আমিন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মো. বকুলের ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় হোসেনপুর উপজেলার সিদলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. আল-আমিনকে তারা ২৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল সেট’সহ হাতেনাতে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া মো. আল-আমিন মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ব্যাপারে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোসেনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানিয়েছেন।
Leave a Reply