কিশোরগঞ্জের হোসেনপুরে ইয়ুথ ক্লাবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতে হোসেনপুর নতুন বাজারে ক্লাবটির কার্যালয়ের সামনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান, হোসেনপুর পৌরসভার মেয়র আবদুল খাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান,হোসেনপুর ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি মাহবুবুর রহমান পারভেজ প্রমুখ৷
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মশিউর রহমান হুমায়ুন শীতার্ত মানুষের মাঝে বিতরনের জন্য ক্লাবটিকে ১০০ টি কম্বল দেওয়ার ঘোষণা দিয়েছেন৷
উল্লেখ্য, উপজেলায় বিভিন্ন সমাজসেবা, চিত্তবিনোদন, খেলাধুলা ও আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়নের প্রয়াস নিয়ে তরুনদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ক্লাবটি।
Like this:
Like Loading...
Related
Leave a Reply