কিশোরগঞ্জের হোসেনপুর-গফরগাঁও সড়কের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত খুরশিদ মহল সেতুর দুই পাটাতনের সংযোগ স্থলের গুরুত্বপূর্ণ লোহার স্লিপারটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। ফলে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। তাই যানবাহনের চালকসহ এলাকাবাসী এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
স্থানীয় ট্রাক ড্রাইভার হিরা মিয়া, পথচারী রিপন মিয়াসহ অনেকেই জানান,গত এক সপ্তাহ আগে ওই লোহার স্লিপারটি চুরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো সেটি সংযোজনের উদ্যোগ নেয়নি। ফলে এক ধরণের অজানা আতঙ্ক নিয়েই চালক ও পথচারীরা সেতুর ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক উপ- বিভাগীয় প্রকৌশলী বিজয় বসাক জানান, খুরশিদ মহল সেতুর চুরি যাওয়া লোহার স্লিপারটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। আশা করা যায় খুব স্বল্প সময়ের মধ্যেই ওই সমস্যাটির সমাধান হবে।
Leave a Reply