নিউজ ডেস্ক :
হোসেনপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও কমিশনার ভূমি ওয়াহিদুজ্জামান এর সহযোগীতায় আজ শুক্রবার হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার ( ১৫) এর বাল্য বিবাহ বন্ধ করেন। ঘটনার বিবরনে জানা যায় সিদলা ইউনিয়নে চৌদাগ্রামের মোঃ আমির হামজার মেয়ে সুমাইয়া আক্তার এর সাথে গফরগাও উপজেলার পাচবাগ ইউনিয়নে খুরশিদমহল গ্রামে আবুবক্কর ছেলে মোঃ রিপন মিয়ার সাথে বিবাহ ঠিক করে আজ বিবাহের আয়োজন করে। পরে গোপন সংবাদের বিত্বিতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভুমি কমিশনার ওয়াহিদুজ্জামান মেয়েকে ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত বাবার হাতে মুছি লেখা নিয়ে বিবাহ ভন্ড করেন।
Leave a Reply