সঞ্জিত চন্দ্র শীল :
কিশোরগঞ্জের হোসেনপুর একটি প্রভাবশালী মহল জিনারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের এলডিইডির পাকা রাস্থার পাশের সরকারি মেহগুনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার জিনারী ইউনিয়নের প্রভাবশালী মোঃ তফাজ্জল হোসেন ও হাছুম উদ্দিন গংরা এলজিইডির আওতাধীন রাস্থার পাশে সরকারি মেহগুনি গাছ দীর্ঘদিন ধরে কাটার পায়তারা চালিয়ে আসছিলেন। গত শুক্রবার (১৪ জুন) সরকারী ছুটি থাকায় সুযোগে স্থানীয় গাছ ব্যাবসায়ী গোলাম মোস্তফার নিকট ওই প্রভাবশালী মহল সরকারী মেহগুনি ৪টি গাছ বিক্রি করে তা কর্তন করেন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা,গাছগুলো কর্তন করে প্রভাবশালী মহল রাস্থার পাশে ফেলে রেখেছেন। গত কিছুদিন আগেও তারা আরো গাছ কর্তন করে বিক্রি করেছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী এ জে এম রাকিবুল হাসান জানান, রাস্থায় পাশে মেহগুনি গাছ কর্তনের বিষটি তিনি জানেন না। তবে উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ জানান, আমি খোঁজ নিয়ে দেখছি, এ বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।
Leave a Reply