বিশ্বে করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতেও থমকে নেই মানুষের জনসমাগম, তাদের মাঝে যেনো এখনো অসচেতন ভাব রয়েই গেছে।
করোনা যখন মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে ঠিক তখনেই গ্রামে গ্রামে গিয়ে প্রাণঘাতী লোভেল করোনাভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম মবিন সচেতনামূল কার্যক্রম এসব ত্রাণ বিতরণ করেছে।
আজ শুক্রবার (২২মে) সকালে উপজেলা মাঠে নিজ অর্থায়নে ১১শত অসহায় দরিদ্র মানুষের মাঝে ১টা মুরগী, ১কেজি চিনি, ১টা সেমাই প্যাকেট, ১ কেজি পোলাও চাল, ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ কার্যক্রমে অংশগ্রন করেন করেন -থানা বিএনপির যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, থানা বিএনপির ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান রিদয়, সাবেক থানা ছাত্রদল সভাপতি মশিউর রহমান চন্দন, থানা বিএনপির সদস্য খালেকুজ্জামান জুয়েল, হাবিবুর রহমান (কবির)ও মোঃ বাদল মিয়া প্রমুখ।
Leave a Reply