ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ঝালকাঠির সুগন্ধা নদী সাগর নন্দিনী-২ জাহাজে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুন প্রায় ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার সকাল ৯টায় সুগন্ধা নদীসংলগ্ন ঝালকাঠি শহরের মিনি পার্কে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি।
ফায়ার সার্ভিসের পরিচালক জানান, মঙ্গলবার ভোর ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিস্ফোরণের পর সোমবার (৩ জুলাই) সন্ধ্যা থেকে রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, জাহাজ থেকে তেল অপসারণের জন্য সাগর নন্দিনী-৪ নামের আরেকটি জাহাজ আনা হয়েছিল। সেটিতেও আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে নন্দিনী-৪ জাহাজের আগুন নিভিয়ে সেটি সরিয়ে নেয়া হয়। পরে নন্দিনী ২-এর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলে।
দ্বিতীয়বার বিস্ফোরণ প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, আমাদের প্রাথমিক ধারণা, জাহাজের স্টাফদের অসতর্কতার কারণে বিস্ফোরণ ঘটেছে। তা ছাড়া জাহাজটির ফায়ার ফাইটিং সিস্টেমও দুর্বল ছিল। আমরা পানি মিশ্রিত ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। যে পরিমাণ ফোম ব্যবহার করা হয়েছে, তাতে জাহাজটি এখন ঝুঁকিমুক্ত বলা যায়।
প্রসঙ্গত, ঝালকাঠির পদ্মা ডিপোতে শনিবার দুপুরে প্রথম পদ্মা অয়েল কোম্পানির মালিকানাধীন এই জাহাজটিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটে। এতে পাঁচজন দগ্ধ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিখোঁজ হন চারজন। এর মধ্যে রবিবার জাহাজের ইঞ্জিন রুম থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সোমবার বাকি তিনজনের মরদেহ উদ্ধার শেষে অভিযান শেষ করা হয়। কিন্তু জাহাজের তেল খালাসের কাজ চলছিল। এর মধ্যেই সন্ধ্যায় আবার জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ৯ পুলিশ সদস্যসহ ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে গত ২৪ ডিসেম্বর সাগর নন্দিনী-২ নামের এই জাহাজে চট্টগ্রাম বন্দর থেকে জ্বালানি তেল নিয়ে চাঁদপুরে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে যাওয়ার পথে ভোলার তুলাতুলি কাঠিরমাথা এলাকায় ডুবে গিয়েছিল। তখন কুয়াশার মধ্যে বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ট্যাংকারটির তলা ফেটে গিয়েছিল।
Leave a Reply