গত এক বছর ধরে কিশোরগঞ্জে রেলওয়ে স্টেশন বিদ্যুৎ বিল পরিশোধ না করায় আজ বিকেলে ৩ ঘটিকায় বিদ্যুৎ বিভাগ (পিডিবি) রেল স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে। খবরটি প্রথমে না ছড়ালেও টিকেট নিতে আসা লোকজন টিকেট ক্রয় করতে না পারায় ফিরে যাচ্ছিল। পরে রাত সাড়ে আটটার দিকে বিদ্যুৎ বিল পরিশোধ না করার খবরটি প্রকাশ পায়।
সোমবার (২৪ জুন) রাত ৯টার দিকে অর্থাৎ ৬ ঘণ্টা পর পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
কিশোরগঞ্জ বিদ্যুৎ বিভাগরে একসেন প্রকৌঃ শামীম আহমেদ জানান, আগামী ৪/৫ দিনের ভিতর বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে এই শর্তে পুনরায় বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, গত এক বছরে ১২ লক্ষ টাকা বকেয়া পড়েছে। বার বার স্টেশান কর্তৃপক্ষকে জানানোর পরও তারা বিদ্যুৎ বিল পরিশোধ করেন নি। তাই আজ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছিল।
Leave a Reply