কিশোরগঞ্জের
হোসেনপুরে বিজ্ঞ আদালতের ফৌজদারী কার্যবিধির ধারা- ১৪৪/১৪৫ অমান্য করে জায়গা দখল করায় বাধা দেওয়ায়
মারপিটের ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার দক্ষিণ মাধখলা গ্রামের মরহুম সিরাজ উদ্দিনের ছেলে মো. হাবিবুল্লাহ (৩০) এর সাথে একই বাড়ির মনু বেপারী (৬৫), মাজহারুল ইসলাম (২৫),সিরাজুল ইসলাম (২০), লাল মিয়া (২২), হুমায়ুন (৪৫), মোস্তফা (২৫), তাসলিমা আক্তার (৪০), আবু কালাম (৫০) এর সাথে বাড়ি ভিটার জমি নিয়া দীর্ঘদিন যাবৎ বিরোধ রয়েছে। এর জের ধরে তারা হাবিবুল্লাহর সাথে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করলে সে বিজ্ঞ আদালতে সি.আর মোকদ্দমা নং- ৩২৩/২০২১, ধারা-১৪৪/১৪৫ দায়ের করেন।আদালতের রায়ে তাদেরকে জমি দখল করতে বিরত থাকতে বলা হয়৷
কিন্তু আদালতের এ রায় অমান্য করেই গত ২০ ফেব্রুয়ারি (শনিবার) বিকালে বিবাদীগন জমি দখলের পায়তারায় বাড়িঘর নির্মান করে। বাধা দিলে বিবাধী গণ হাবিবুল্লাহ, রতন, শাখায়াত হোসেন, রতনমিয়া, রাহেলা ও আসমাকে মারপিট করে। পরবর্তীতে তাদেরকে গুরুত্বর
আহত অবস্থায় হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় মো. হাবিবুল্লাহ বাদী হয়ে হোসেনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
[…] […]
[…] […]