জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করব। বর্তমান সংসদে ১৪ দলীয় জোটের ১০টি আসন রয়েছে। তাই আসন্ন নির্বাচনে ২০টি আসন চাইবো।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান।
জোটের আসন বন্টন নিয়ে ইনু বলেন, জোটের মর্যাদা সম্মান রক্ষা করে আসন বন্টনের নীতি যেনো চুড়ান্ত হয় সেটি নিয়েই আলোচনা হয়েছে, চুড়ান্ত হলে জানানো হবে। বর্তমান সংসদে ১৪ দলীয় জোটের ১০টি আসন রয়েছে। সেক্ষেত্রে জোটের প্রত্যাশা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিগুন প্রার্থী ছাড় দেয়া হবে।
তিনি বলেন, জোট নেত্রী শেখ হাসিনা গতকাল জানিয়েছেন, জোট আছে, জোটের ভিত্তিতেই নির্বাচন হবে। যেখানে জোটের প্রার্থী দেয়া হবে সেখানে আওয়ামী লীগের আসন ছেড়ে দেবে। দরকষা কষি হবে এটাই স্বাভাবিক। স্বতন্ত্র প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, জোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের আলোচনার পর এই বার্তা স্পষ্ট যে জোট আছে এবং একসাথে নির্বাচন করবে। জোটের সাথে আসন ভাগাভাগির বিষয় সম্মানজনকভাবে নিষ্পত্তি করতে সক্ষম হবো। যেখানে জোটের প্রার্থী থাকবে সেখানে আওয়ামী লীগের প্রার্থী উটে যাবে। এখন ১৪ দলের ১০ জন সংসদ সদস্য আছে, তাই আগামীতে ২০ জন চাইবো।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী সম্পর্কে কি কৌশল নেয়া হবে সেটা জোটনেত্রীকে বিবেচনা করতে বলেছি। জোটের প্রার্থির আসনে আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থী হলে বিভ্রান্তি দেখা দেবে। সর্বনিম্ন কিংবা সর্বোচ্চ আসন কতো পাচ্ছি সেটা নিয়ে ভাবছি না। নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ। এমন পরিবেশ থাকলে ভোটার উপস্থিতি বেশি হবে।
হাসানুল হক ইনু বলেন, আজকের বৈঠকটি ১৪ দলের নয়, ব্যক্তি পর্যায়ের বৈঠক।
এর আগে মঙ্গলবার দুপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বাসায় বৈঠক করেছেন জোটের কয়েকজন নেতা। বৈঠকে আমির হোসেন আমু ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।
গত সোমবার সন্ধ্যায় আসন ভাগাভাগি নিয়ে গণভবনে জোট শরিকদের সঙ্গে আলোচনায় বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সূত্র বলছে, বৈঠকে জোট নেতারা তাদের প্রত্যাশা অনুযায়ী আসনের তালিকা জমা দিয়েছেন। জোটের সমন্বয়ক আমির হোসেন আমু সেগুলো বৈঠকে উপস্থাপন করেন।
Leave a Reply