বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

৩৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ফোরামের নির্বাচন অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৪২৬ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :

গত ২৭ই জুলাই  শনিবার ৩৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ফোরাম নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে কিশোরগঞ্জ এর কৃতি সন্তান  সভাপতি পদে সরকার মোহাম্মদ সফিউল্লাহ দিদার ওআইন বিষয়ক সম্পাদক পদে শাহ আব্দুল কাদির নির্বাচিত হন!
৩৪তম বিসিএস ক্যাডার ফোরাম নির্বাচন কমিশন হতে প্রাপ্ত তথ্য মতে, উক্ত নির্বাচনে ৭২৮ জন ভোটারের মধ্যে ৭০৩জন ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনের ফলাফলে  সভাপতি পদে সরকার মোহাম্মদ শফিউল্লা দিদার(প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বিয়ানীবাজার সরকারি কলেজ) ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শওকত ইকবাল (প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান,শহীদ স্মৃতি সরকারি কলেজ, ময়মনসিংহ) পান ২৩৮ ভোট।
সরকার মোহাম্মদ শফিউল্লা দিদার কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ( যুদ্ধকালীন কমান্ডার)  প্রয়াত সরকার শাহাব উদ্দিন আহাম্মদ সাহেবের সুযোগ্য সন্তান।  তিনি ৩৪তম বিসিএস (সাধারণ শিক্ষা)  ক্যাডারে যোগদান করেন ১জুন ২০১৬ সালে। উল্লেখ্য যে, জনাব দিদার ৩৪ তম বিসিএস অল ক্যাডারস এসোসিয়েশন কেন্দ্রীয়  কমিটির সাংগঠনিক  সম্পাদকহিসেবে  এবং ঢাকাস্থ কটিয়াদী – পাকুন্দিয়া সম্মিলিত যুব পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 
 অপরদিকে “আইন বিষয়ক সম্পাদক ” পদে ৩২১ ভোট পেয়ে নির্বাচিত  হন শাহ আব্দুল কাদির (প্রভাষক, হিসাববিজ্ঞান, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মঞ্জুর এরশাদ খান(প্রভাষক, ইতিহাস, সদরপুর সরকারি কলেজ, ফরিদপুর) পান ২৬৭ ভোট। শাহ আব্দুল কাদির  কিশোরগঞ্জ কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই গ্রামের শাহ আব্বাস আলীর ২য় ছেলে । তিনি  তাহেরা নুর উচ্চ বিদ্যালয় বোয়ালিয়া হতে ২০০২ সালে এস এস সি ও ২০০৪ সালে গচিহাটা কলেজ হতে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন! জগন্নাথ  বিশ্ববিদ্যালয় হতে বিবিএ,এমবিএ ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয় হতে এলএলবি ডিগ্রী অর্জন করেন। ইতিপূর্বে তিনি ট্রাস্ট ব্যাংক, পুবালি ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি করেন! তাছাড়া তিনি র্বতমানে  ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর এর শিক্ষক পরিষদের (২০১৭-২০১৮ মেয়াদে) নির্বাচিত নির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন!
উল্লেখ্য , ওক্ত নির্বাচনে বিজয়ীরা  হলেন সভাপতি :সরকার মোহাম্মদ শিফিউল্লা দিদার,সিনিয়রসহ-সভাপতি :মো: আব্দুস সালাম,সহ-সভাপতি ঢাকা মহানগর:মো:আব্দুল হক,সহ-সভাপতি ঢাকা বিভাগ :জান্নাতুল বুশরা ,সহ – সভাপতি চট্রগ্রাম বিভাগ; মো: আতিকুর রহমান,সহ – সভাপতি খুলনা বিভাগ;গৌতম কুমার পাল,সহ – সভাপতি রাজশাহী; মো: মাসুদ রানা, সহ – সভাপতি রংপুর  বিভাগ; মো: সোহেল আরমান, সহ – সভাপতি বরিশাল বিভাগ; মো: সোহাগ তালুকদার, সহ – সভাপতি সিলেট বিভাগ; মিলি আক্তার তমা, সহ – সভাপতি ময়মনসিংহ  বিভাগ; মোহাম্মদ আলমগীর জলিল,সাধারন সম্পাদক ;হুমায়িন কবির, যুগ্ন সাধারন সম্পাদক১;মো: মাহফুজ আলম,যুগ্ন সাধারন সম্পাদক২;মো: আব্দুল কাইয়ুম আজাদ,যুগ্ন সাধারন সম্পাদক৩;মো: মুশফিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক;আবু সায়েম মোহাম্মদ হাসান,অর্থ সম্পাদক;মোহাম্মদ সোহেল সরকার, দপ্তর সম্পাদক ; মো: সাজ্জাদ হোসেন,প্রচার সম্পাদক; মামুনুর রশিদ,তথ্যও প্রযোক্তি বিষয়ক সম্পাদক ;মো: আবদুল বাতেন,আইন বিষয়ক সম্পাদক; শাহ আব্দুল কাদির, ক্রীড়া বিষয়ক সম্পাদক ; মো: রফিকুল ইসলাম,সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ;শান্তুনু হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ; মো:আসাদুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক; সিরাজুম মুনিরা মুক্তা,সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ;বানী হালদার, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক;মণীষকুমার ঘুষ, নির্বাহী সদস্য ১;প্রশান্ত দাস,নির্বাহী ২;এস এম সালাউদ্দিন,নির্বাহী সদস্য ৩; শিপু কুমার সরকার, নির্বাহী সদস্য ৪; আহসানুল কবির ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com